কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধীর দেওয়া বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। কার্যত বিদেশের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানান তিনি। কীভাবে বিরোধীদের চাপে রাখা হয় সে বিষয়েও কার্যত ব্যাখ্যা উঠে আসে বিশ্ববিদ্যালয়ে দেওয়া রাহুল গান্ধীর বক্তব্যে। এমনকি চিনের প্রসঙ্গও তুলে আনেন কংগ্রেস নেতা।
কেমব্রিজ ইউনিভার্সিটিতে বক্তব্য রাখতে গিয়ে চিনকে শান্তির পক্ষে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘আপনি চিনে যে ধরনের পরিকাঠামো দেখছেন, রেলপথ, বিমানবন্দর, এসবই প্রকৃতির সঙ্গে, নদীর শক্তির সঙ্গে যুক্ত। চিন প্রকৃতির সঙ্গে দৃঢ়ভাবে জড়িত। আর যখন আমেরিকার কথা আসে, তখন সে নিজেকে প্রকৃতির চেয়ে বড় মনে করে। চিন কতটা শান্তিতে আগ্রহী তা বলার জন্য এটাই যথেষ্ট।’
এছাড়াও চিন সম্পর্কে রাহুল আরও বলেন যে সেখানকার সরকার একটি কর্পোরেশনের মতো কাজ করে। সে কারণে প্রতিটি তথ্যের ওপর সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাঁর মতে, ‘বর্তমানে ভারত-আমেরিকায় এমন পরিস্থিতি নেই। এই কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে চিন এতদূর এগিয়েছে।’