ফের বোমা বিস্ফোরণ। স্থান সেই বীরভূম। তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য শেখ হাফিজুলের বাড়ির গোয়াল ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোয়ালঘর নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ঘটনার পর থেকে ওই তৃণমূল নেতাও ফেরার বলে খবর। এই বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা সে ব্যাপারে পুলিশ কিছু স্পষ্ট করেনি। তবে অনেক দূর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে দাবি অনেকের।
বীরভূমে ধারাবাহিকভাবে বিস্ফোরণের ঘটনা ঘটছে। উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্রও। পঞ্চায়েত নির্বাচনের আগে যা উদ্বেগ বাড়িয়েছে জেলা প্রশাসনেও। ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে সেই যে বীরভূমে বোমা-বন্দুকের আস্ফালন শুরু হয়েছিল তা চলছেই। এর মাঝে একাধিক ঘটনা ঘটেছে। এমনকি বগটুইয়ের মতো নারকীয় ঘটনাও ঘটে গিয়েছে। সেই জেলাতে ধারাবাহিকভাবে বিস্ফোরণ প্রশাসনের জন্য অস্বস্তির বলেই মত অনেকের।