বাড়িতে টাওয়ার বসানোর নামে প্রতারণার অভিযোগে নিমতা ও বেলঘরিয়া থেকে দু’জন প্রতারককে গ্ৰেপ্তার করেছে বাঁকুড়া জেলার সাইবার ক্রাইম থানা।ধৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও কিছু সিম কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস জানান, ইন্দাস থানার গৌরমোহন সিংহ গত ১৫ নভেম্বর অভিযোগ করেন যে তার বাড়িতে টাওয়ার বসিয়ে দেওয়ার নাম করে ৩১লক্ষ ৩৬ হাজার টাকা প্রতারণা করে দুই ব্যক্তি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে উক্ত ব্যক্তি ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে সাইবার ক্রাইম থানা। সেই সূত্রেই নিমতা ও বেলঘরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে গ্ৰেপ্তার করে অভিযুক্ত দুই প্রতারককে। তাদের হেফাজতে থাকা মোবাইল ও সিমকার্ড উদ্ধার করা হয়। আজ তাদের আদালতে পেশ করা হলে বিচারপতি তাদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।