ফের বন্দুকহামলা। তবে এবার আর মার্কিন যুক্তরাষ্ট্রে নয়। এবার কাণ্ড ফিলিপাইন্সে। ফিলিপাইন্সে বাড়িতে ঢুকে বন্দুক হামলায় গভর্নর-সহ ছ’জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সেন্ট্রাল নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশে এই হামলার ঘটনা ঘটেছে। পুলিস জানিয়েছে, সন্দেহভাজন ছ’জন বন্দুকধারী একই ধরনের পোশাক পরে পামপ্লোনা শহরে গভর্নরের বাড়িতে ঢোকে এবং এলোপাথাড়ি গুলি চালায়। হামলায় গভর্নর রোয়েল দেগামো ও আরও পাঁচজন নিহত হন। গভর্নরের স্ত্রী খবরটি নিশ্চিত করেন। ফেসবুক পোস্টে শহরটির মেয়র জেনিস দেগামো বলেন– গভর্নর দেগামোর এ ধরনের মৃত্যু কাম্য নয়।
নিজের বাড়িতেই গ্রামবাসীদের সঙ্গে একটা আলোচনায় অংশ নিয়েছিলেন গভর্নর। সেখানে তখন হঠাৎ করেই মিলিটারি পোশাকে ঢুকে পড়েন জনাছয়েক বন্দুকধারী। আর তার পরেই এই ঘটনা।