সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে বীরভূম থেকে পাঁচটি ড্রাম ভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্র এবং ব্রাউন সুগারও। আটক করা হয়েছে এক ব্যাক্তিকে। ভোটে অশান্তি ছড়াতেই কি এই বোমা মজুত করা হয়েছিল? জানার চেষ্টায় পুলিশ।
গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে বীরভূমের সাঁইথিয়া ব্লকের বিভিন্ন গ্রামে তল্লাশি চালায় পুলিশ। এলাকার একাধিক পরিত্যক্ত বাড়ি, বিভিন্ন কালভার্টের নিচে, পুকুর পার ও জঙ্গলে তল্লাশি চালানো হয়। তাতেই মোট পাঁচটি ড্রাম ভর্তি শতাধিক বোমা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় ২ কেজি বোমা তৈরির মশলা।
পাশাপাশি এদিন রাতেই বাতাসপুর এলাকা থেকে এক ব্যাক্তিকে আটক করেছে সাঁইথিয়া থানার পুলিশ। তার কাছ থেকে দুটি মাস্কেট, দুটি ওয়ান শর্টার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এই সব কিছু বিক্রি করার উদ্দেশ্যে এনেছিল ধৃত ব্যক্তি। এছাড়াও সদাইপুর থানা এলাকায় প্রচুর মাদক উদ্ধার হয়েছে। সেগুলিও বিক্রি করা হত বলেই খবর। এই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।