জলপাইগুড়ি জেলার মোট ৪টি মামলার মধ্যে তিনটি মামলায় বৃহস্পতিবার জামিন পেলেন চিটফান্ড সারদা কান্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেন৷ একটি মামলা আলিপুর সিবিআই কোর্টে স্থানান্তর করা হল৷ ২০১৩ ও ২০১৪ সালে এই মামলা হয়েছিল সুদীপ্ত সেনের বিরুদ্ধে।
এদিন জলপাইগুড়ি জেলা আদালতের সিজেএম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) কোর্টে এই মামলার শুনানির জন্য কলকাতা থেকে সুদীপ্ত সেনকে আনা হয়েছিল। তার বিরুদ্ধে ভক্তিনগর থানায় ছিল তিনটি মামলা এবং কোতোয়ালি থানায় ছিল একটি মামলা। এর মধ্যে ভক্তিনগর থানার কেস নম্বর ৫১৬/১৪। যেহেতু সিবিআই এই মামলাটির চার্জশিট দিয়ে দিয়েছে সেই কারণেই বিচারক এই মামলাটি আলিপুর সিবিআই কোর্টে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি বাকি তিনটি মামলায় বিচারক সুদীপ্ত সেনকে জামিন দিয়েছে বলে জানালেন সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায়।
এদিকে সুন্দীপ্ত সেনের পক্ষের আইনজীবী শাখ্যদীপ দাসগুপ্ত বলেন, “জলপাইগুড়ি জেলায় আর কোনো মামলা থাকলো না সুদীপ্ত সেনের বিরুদ্ধে। এই মামলাগুলিতে সুদীপ্ত সেনের সঙ্গে অভিযুক্ত ছিলেন দেবযানী মুখ্যপাধ্যায় সহ আরো অনেকে। অনেকের জামিন আগেই হয়েছে।”