লোকসান কমাতে দূরপাল্লার কয়েকটি ট্রেনকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পথে এগোচ্ছে ভারতীয় রেল। রেল সূত্রে খবর, প্রাথমিকভাবে দেশের ১৪ টি দূরপাল্লার ট্রেনকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হতে পারে। এই পরিকল্পনার সাফল্যের ওপর নির্ভর করে ২০২১ সালের মধ্যে আরও অন্তত ১৫০টি ট্রেনকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হতে পারে।
এপ্রসঙ্গে রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব বলেন, যাত্রী স্বাচ্ছন্দ্য ও লোকসানের কথা মাথায় রেখে আগামী দু’বছরের মধ্যে দূরপাল্লার কয়েকটি ট্রেনকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে বেসরকারির হাতে তুলে দিলেও সমস্ত পরিচালনা দিকে নজর রাখবে ভারতীয় রেল। দেশের বর্তমানে দিল্লি ও হাওড়া এই দুটি রুট খুবই ব্যস্ততম এবং এখান থেকে দূরপাল্লার অনেক ট্রেন ছাড়া হয়। তাই এই রুটে বেসরকারি সংস্থাকে দেওয়া হতে পারে দিল্লি-হাওড়া, দিল্লি-মুম্বই, দিল্লি-জম্মু-কাটরা, দিল্লি-চেন্নাই, হাওড়া-চেন্নাই, হাওড়া-মুম্বই, হাওড়া-পাটনা, ও হাওড়া পুরীর মতো বেশ কয়েকটি ট্রেন।
প্রসঙ্গত, এর আগে দিল্লি-লখনউ তেজস এক্সপ্রেসকে রেলের সহযোগী সংস্থা আইআরসিটিসির হাতে তুলে দেয় ভারতীয় রেল। আগামী ৪ অক্টোবর থেকে তেজসের যাত্রা শুরু হবে। এছাড়া বেসরকারি সংস্থা পরিচালনায় দিল্লি-আমেদাবাদ রুটে আরও একটি তেজস এক্সপ্রেস চালানোর কথা রয়েছে।