আর অল্প সময় পরে‚ ২০২৫ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ পূর্ণ হবে। সেই উদ্দেশ্যে সম্প্রসারণ পরিকল্পনা তৈরি করতে পানিপথে তিন দিনের শীর্ষপর্যায়ের বৈঠক ডাকল আরএসএস। সংঘের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি ১২ থেকে ১৪ই মার্চ পর্যন্ত তিন দিনের বার্ষিক অধিবেশন পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। পানিপথের সমলখাতে‚ দিল্লি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে প্রায় ১৪০০ কার্যকর্তা এখানে উপস্থিত থাকবেন।
সঙ্ঘের বর্তমান সরসঙ্ঘচালক মোহন ভাগবতের তত্ত্বাবধানে দেশের বর্তমান গুরুত্বপূর্ণ পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। এছাড়াও
শতবর্ষের সম্প্রসারণ পরিকল্পনাটিও প্রধানত অধিবেশনের আলোচ্যসূচিতে স্থান পাবে। এতে এর জাতীয় ও আঞ্চলিক কর্মীরা উপস্থিত থাকবেন। সঙ্ঘের আগের বছরের কার্যক্রম পর্যালোচনাও এখানে করা হবে। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও এখানে আলোচিত হবে।
বুধবার সংঘের সর্বভারতীয় প্রচার শাখার দায়িত্বে থাকা সুনীল আম্বেকর বলেছেন, “সভাটি সংঘের আগের বছরের কার্যক্রম পর্যালোচনা করবে এবং আগামী বছরের জন্য কৌশল এবং কর্ম পরিকল্পনাও তৈরি করবে। “তিন দিনব্যাপী এই বার্ষিক সভায় সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত এবং অন্যান্যরা সহ সঙ্ঘের শীর্ষ কর্মকর্তারা ‘কার্যকর্তা নির্মাণ’ এবং তাদের আনুষ্ঠানিক প্রশিক্ষণ নিয়ে বিস্তৃত আলোচনা ও পর্যালোচনা করবেন। আম্বেকর আরও বলেন যে বৈঠকে আরএসএস ‘শিক্ষা বর্গ’ (বার্ষিক শিবির) এর পরিকল্পনা ও সংগঠনের বিষয়েও বিস্তৃত আলোচনা এবং চিন্তাভাবনা করা হবে।
তিনি আরো বলেন যে‚ এই বার্ষিক বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সারাদেশের শীর্ষ কর্মকর্তা এবং অধীনস্থদের সাথে আলোচনা করা।