মেদিনীপুর কলেজের বিশিষ্ট অধ্যাপক সুধীন্দ্রনাথ বাগের বিদায় সম্বর্ধনা

প্রায় দীর্ঘ ৩৫ বছর অধ্যাপনার পর মঙ্গলবার অবসর গ্রহণ করলেন মেদিনীপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্ষীয়ান অধ্যাপক সুধীন্দ্রনাথ বাগ। ছাত্র দরদী অধ্যপক সুধীন্দ্রনাথ বাগ একাধারে ছিলেন একজন বিশিষ্ট শিক্ষক, অন্যদিকে তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক। অধ্যাপক সুধীন্দ্রনাথ বাবু জড়িয়েছিলেন শিক্ষার উন্নয়ন মূলক নানা কজে ও সামাজিক বহু কর্মকান্ডে। মেদিনীপুর কলেজের পাশাপাশি অন্যান্য কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে কাজ করেছেন দক্ষতার সাথে। দায়িত্ব পালন করছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কোর্ট কাউন্সিলের সদস্য হিসেবে। তিনি মেদিনীপুর কলেজের টিচার-ইন-চার্জ থাকার সময়েই মেদিনীপুর কলেজ স্বশাসনের মর্যাদা পায়। দক্ষতার নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক আন্দোলনে।

মঙ্গলবার তাঁর বিদায় সম্বর্ধনা উপলক্ষ্যে মেদিনীপুর কলেজ (অটোনোমাস) এ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলেজের তরফে এবং ছাত্র- ছাত্রীদের তাঁকে শুভেচ্ছা জানিয়ে নানা উপহার তুলে দেওয়া হয়। বিদায় সম্বর্ধনার কেন্দ্রীয় অনুষ্ঠানটি হয় কলেজের নেতাজী শতবার্ষিকী ভবনের সেমিনার হলে। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোপাল চন্দ্র বেরা, অধ্যাপক গৌতম ঘোষ, অধ্যাপক মাখনলাল নন্দ গোস্বামী, অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, অধ্যাপক গৌতম ঘোষ, অধ্যাপক রাজেন্দ্রনাথ দত্ত সহ অন্যান্যরা।

উল্লেখ্য, ১৯৮৭ সালে অক্টোবর থেকে মেদিনীপুর কলেজে কর্মরত ছিলেন হুগলি জেলার ভূমিপুত্র। পাশাপাশি এদিন কলেজের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষাকর্মী পরেশ নাথ নায়েককেও বিদায় সম্বর্ধনা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.