মাঠে প্যারিস সাঁ জাঁ-তেই (Paris Saint-Germain) ভালো পারফর্ম করলেও, ক্লাবের মালিক ও পিএসজি (PSG) সভাপতি নাসের আল খেলাইফি (Nasser Al Khelaifi) বেশ বেকায়দায়। তাঁর বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের (Torture and Kidnapping) মতো মারাত্মক অভিযোগের তদন্ত শুরু হয়েছে। কাতারের (Qatar) এক প্রভাবশালী রাজনৈতিক নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে খেলাইফির বিরুদ্ধে। এই অভিযোগের তদন্ত করার জন্য ইতিমধ্যেই তিনজন ফরাসি বিচারপতিকে নিয়োগ করা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, কাতারের তায়েব বেনাবদেরামান নামের একজন প্রভাবশালী নেতাকে অপহরণ করার পাশাপাশি নির্যাতনও চালিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)-কিলিয়ান এমবাপেদের (Kylian Mbappe) মালিক।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’ জানিয়েছে, নাসের আল খেলাইফির বিরুদ্ধে কেসকে আরও মজবুত করবে, এমন কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং তাঁর যৌন মিলনের ভিডিয়ো নিজের কাছে বলে দাবি করেছিলেন তায়েব বেনাবদেরামান। সেই ঘটনা সামনে আসার পর কাতারের সেই প্রভাবশালী নেতাকে অপহরণ করার পাশাপাশি নির্যাতন করা হয়েছে। এমনই অভিযোগ উঠেছে পিএসজি-র মালিকের বিরুদ্ধে।
সূত্রের খবর, কাতার বিশ্বকাপের আয়োজনের স্বত্ত্বাধিকার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তায়েবের হাতে চলে গিয়েছিল। এমনকি বিইন মিডিয়াকে দেওয়া ২০২৬ থেকে ২০৩০ সালের টেলিভিশন সম্প্রচার অধিকার সংক্রান্ত কিছু গোপন নথিও পেয়ে যান তায়েব। ঘটনাচক্রে এই মিডিয়া হাউসটির প্রধান হিসেবেও নিযুক্ত হয়ে রয়েছেন আল খেলাইফি। তায়েবের উকিল বলেছেন, “বিষয়টি ফরাসি বিচারপতিদের তত্ত্বাবধানে আসায় আমরা খুশি। ওঁরা নিশ্চয়ই এর সঠিক তদন্ত করবেন।”