কলকাতায় ফের টাকা উদ্ধার। সঙ্গে সোনা ও প্রায় দেড় হাজার চাকরিপ্রার্থীর সম্পত্তির নথি! কীভাবে? নিয়োগ দুর্নীতি মামলায় এবার এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার ‘বেনামী’ ফ্ল্য়াটে তল্লাশি চালাল সিবিআই।
এসএসসি গ্রুপ ডি পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা চলছে হাইকোর্টে। শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, স্কুলের বেআইনি নিয়োগে বেশিরভাগ ক্ষেত্রে SSC-র তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার নির্দেশেই কাজ হয়েছে। এরপর স্রেফ আদালতের নির্দেশ জিজ্ঞাসাবাদ নয়, শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করে সিবিআই। এখন তিনি জেলে।
সিবিআই সূত্রের খবর, কলকাতায় বেনামে ফ্ল্যাট কিনেছিলেন শান্তিপ্রসাদ। সেই ফ্ল্যাটেই নাকি নগদ ৫০ লক্ষ টাকা, দেড় কেজি সোনা ও দেড় হাজার চাকরিপ্রার্থীর সম্পত্তি সংক্রান্ত নথি রাখা ছিল! গোপন সূত্রে খবর পেয়ে এদিন ওই ফ্ল্যাটে অভিযান চালান তদন্তকারীরা। কোথা থেকে এল এত টাকা, সোনা? চাকরিপ্রার্থীর সম্পত্তির নথি? জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যানকে।