‘সৎ’ চোর! সপ্তাহ খানেক বাদে কয়েক লক্ষ টাকা সোনার গয়না ফিরিয়ে দিল বৃদ্ধাকে! কেন? আজবকাণ্ড হুগলির চুঁচুড়ায়।
পুলিস সূত্রে খবর, চুঁচুড়ার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের শুঁড়িপাড়ার বাসিন্দা শোভনা লাহিড়ি। বাড়ির নিচের তলায় থাকেন তিনি। দোতলার ঘরে থাকেন ছেলে দেবজিৎ, তাঁর স্ত্রী ও নাতি। গত ২০ ফেব্রুয়ারি নাকি বাড়িতে চুরি হয়েছিল! অভিযোগ, সেদিন সকালে মাত্র ঘণ্টায় মধ্যে লোপাট হয়ে যায় ওই বৃদ্ধার সোনার চেন, বালা, চূড়, আংটি-সহ প্রায় ৭ লক্ষ টাকার গয়না। এরপর থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে পুলিস।
এদিকে শোভনা জানিয়েছেন, এদিন সকালে চুরি যাওয়া সমস্ত গয়নাই ফেরত পান তিনি। কীভাবে? ওই বৃদ্ধার দাবি, গয়নাগুলি পুঁটুলিতে কেউ তাঁর ঘরে ফেলে দিয়ে যায়! বাড়ির পরিচারিকা ঘর ঝাঁট দিতে গিয়ে ঘাটের নিচে সেই পুঁটুলিটি দেখতে পান। প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মিত্র বলেন, ‘‘চুরির পর আমি দেবজিৎকে বলেছিলাম, ‘‘দেখবি, চুরির সামগ্রী ফিরে পাবি। আসলে পুলিশ যে ভাবে তৎপর হয়েছে তাতে চোর বুঝতে পেরেছে চোরাই জিনিস হজম করা যাবে না’।
প্রতিবেশী অর্চনা বসু বলেন, ‘‘গত সোমবার শুনলাম চুরি হয়েছে। ওরা বলল ১২ ভরি মতো সোনা নাকি চুরি হয়েছে। তার পর পুলিশ এল। আজ সকালে শুনছি পুঁটলি বেঁধে ওই গহনা ফিরিয়ে দিয়ে গেছে চোর। অবাক লাগছে। চুরি হল, আবার দিয়েও গেল! গয়নাগুলোর কি হাত-পা গজাল! দু’দিন আগে এই শুঁড়িপাড়ার রাধাকৃষ্ণ মন্দিরের ঠাকুরের মুকুট চুরি হয়ে গেল। সেটা তো ফেরত দিয়ে যায়নি কেউ।’’