কিছুটা হাফ ছেড়ে বাঁচলেন মহারাষ্ট্রের পঞ্জাব এবং মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাঙ্কের গ্রাহকরা। সম্প্রতি আরবিআই নির্দেশ দিয়েছিল গ্রাহকরা দিনে মাত্র ১০০০ টাকা তুলতে পারবেন। এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রাহকরা। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, গ্রাহকরা তুলতে পারবেন ১০ হাজার টাকা করে। আগামী ছয়মাসের জন্য এই নির্দেশিকা কার্যকরী থাকবে।
আরবিআই-এর আগের নির্দেশিকার জেরে পঞ্জাব এবং মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় গ্রাহকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সাতটি রাজ্যে এই ব্যাঙ্কের ১৩৭ টি শাখার সামনে দীর্ঘ লাইন দেখা যায়। এরপর ২৩ সেপ্টেম্বরের নির্দেশিকার পরিবর্তন করে আরবিআই। ২৩ সেপ্টেম্বর আরবিআই জানিয়েছিল, এই ব্যাঙ্কের কোনও শাখা থেকেই ঋণপ্রদান কিংবা নতুন বিনিয়োগ করতে পারবে না। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই সমবায় ব্যাঙ্কের গ্রাহকরা অ্যাকাউন্টে থাকা পুরো টাকাও তুলে নিতে পারবেন।