গ্রীষ্মের আগেই নির্জলা আর আলোহীন পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের ভূতাম শবর পল্লী। সরেজমিনে পরিদর্শন করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করলেন জেলাশাসক। শবর জনজাতির জন্য উন্নয়নমূলক পরিষেবা ও বর্তমান পরিস্থিতি সহ বর্তমান সময়ে সমাজের মূল স্রোতে তাদের অবস্থান সম্পর্কে বিশদে খোঁজখবর নিতে পুঞ্চার ভূতাম শবর পল্লীতে যান পুরুলিয়া জেলা প্রশাসনের এক ঝাঁক আধিকারিক।
সোমবার শবর পল্লীর বাসিন্দাদের সাথে কথা বলার পাশাপাশি কতজন পড়ুয়া বর্তমানে স্কুলমুখী রয়েছে, কতজন ভিন জেলা ছাড়িয়ে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গেছেন, ‘দুয়ারে সরকার’ কর্মসূচির মধ্য দিয়ে রাজ্য সরকারের কতগুলি প্রকল্প বাস্তবায়িত হয়েছে এই পল্লীতে, বর্তমানে তাদের কাজের উৎস কী সামগ্রিকভাবে তার হিসাব খতিয়ে দেখলেন পুরুলিয়া জেলাশাসক রজত নন্দা।
এদিন জেলাশাসকের সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও জেলা এবং ব্লক প্রশাসনের আধিকারিকেরা।
জেলাশাসক জানান, “সরকারি পরিষেবার বাস্তব রূপ সম্পর্কে খোঁজ নেওয়া হল। এই শবর পল্লীতে দৈনন্দিন জীবন যাত্রার ক্ষেত্রে কয়েকটি পরিবারে জল ও আলোর দাবি রয়েছে। সেগুলি দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করা হবে। এদিন শবর পল্লীর মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ ও শবর জনজাতির মানুষজনদের জাতিগত শংসাপত্র প্রদান করে জেলা প্রশাসনের এই কর্মসূচির মধ্য দিয়ে প্রশাসনিকভাবে উন্নয়নমূলক সহায়তার বার্তা দেওয়া হয়।”