না এটা কোনও পাড়ার ক্রিকেটের (Cricket) ঘটনা নয়। একেবারে আন্তর্জাতিক ক্রিকেটে এমন অবাক কাণ্ড সবার সামনে এল। বিপক্ষকে মাত্র ১০ রানে অল আউট করে, মাত্র দুই বলে জয় ছিনিয়ে নিল একটি দল। কপালে চোখ তুলে দেওয়া এমন ঘটনা, স্পেন (Spain) ও আইল অফ ম্যানের (Isle of Man) মধ্যে আয়োজিত একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে (T 20 International Match) ঘটেছে।
স্পেন সফরে এসেছে আইল অফ ম্যান নামক ইংল্যান্ডের অধীনে থাকা দ্বীপপুঞ্জ। ষষ্ঠ ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় স্পেন। তিন বোলারের দাপটে ৮.৪ ওভারে মাত্র ১০ রানে অল আউট হয়ে যায় আইল অফ ম্যান। মহম্মদ কামরান (Mohammad Kamran) ৪ রানে ৪, আতিফ মেহমুদ (Atif Mehmood) ৬ রানে ৪ ও লর্ন বার্নস (Lorne Burns) কোনও রান না দিয়ে ২ উইকেট নিয়েছেন।