হিন্দু বিরোধীদের প্রধান ঘাঁটি বলিউডের শক্তি কমানোর উদ্দেশ্যে বহুদিন আগেই উত্তরপ্রদেশকে বিকল্প হিসাবে তুলে ধরেছিলেন যোগী আদিত্যনাথ। এবার সেই লক্ষ্যে আরও এগোতে এবার আরো বড় পদক্ষেপ নিলো যোগী সরকার।
উত্তরপ্রদেশকে চলচ্চিত্র নির্মাতাদের প্রিয় গন্তব্যে পরিণত করতে তাদের নতুন ফিল্ম নীতিতে সিনেমা নির্মাতাদের জন্য ভর্তুকি এবং কর ছাড়ের ঘোষণা করল উত্তরপ্রদেশের সরকার।
এই নীতি অনুযায়ী এখন থেকে উত্তরপ্রদেশে শুটিং করা প্রতিটি ওয়েব সিরিজ এক কোটি টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে ইউপি মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের জন্য এই নতুন চলচ্চিত্র নীতি অনুমোদন করা হয়েছে। নতুন নীতিমালায় ফিল্ম নির্মাণের প্রচারের জন্য ভর্তুকি বাড়ানো হয়েছে। ফিল্ম এবং টিভি সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজও সরকারি ভর্তুকি পাবে বলে ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। নিয়ম অনুযায়ী‚ যদি কোনো ওয়েব সিরিজের দুই তৃতীয়াংশ শ্যুটিংয় ইউপি-তে করা হয়, তাহলে রাজ্য সরকার প্রতি পর্বের খরচের ৫০ শতাংশ বা সর্বাধিক ১০ লাখ টাকা ভর্তুকি দেবে। তবে ভর্তুকি কোনো অবস্থাতেই এক কোটি টাকার বেশি হবে না। এছাড়াও যদি ওয়েব সিরিজের পাঁচজন প্রধান শিল্পী উত্তরপ্রদেশের থেকে হয়, তাহলে রাজ্য সরকার তাদের পারিশ্রমিক এর জন্যে 25 লাখ টাকা দেবে।
এর বাইরেও‚ নতুন নীতিতে উত্তরপ্রদেশে ফিল্ম স্টুডিও খোলার জন্য ছাড় এবং ভর্তুকি ঘোষণা করা হয়েছে। রাজ্যে যদি ফিল্ম স্টুডিও বা ল্যাব স্থাপন করা হয়, সরকার তার খরচের ২৫ শতাংশ বা সর্বাধিক ৫০ লক্ষ টাকা ভর্তুকি দেবে। আর যদি স্টুডিও বা ল্যাবটি বিন্ধ্যাচল, পূর্বাচল বা ইউপির বুন্দেলখন্ড অঞ্চলে স্থাপন করা হয়, তাহলে ভর্তুকি হবে মোট স্থাপনা খরচের ৩৫ শতাংশ।
অন্যদিকে আগের নীতির হিসাবে আওয়াধি, ব্রজ, ভোজপুরি বা বুন্দেলি ভাষায় তৈরি এবং ইউপি-তে শ্যুট করা চলচ্চিত্রগুলি সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত খরচের ৫০ শতাংশ ভর্তুকি পেতে থাকবে। আর যদি কোনো হিন্দি বা ইংরেজি ভাষার অর্ধেকেরও বেশি ছবির শুটিং ইউপিতে করা হয়, তাহলে ভর্তুকি হবে মোট খরচের ২৫ শতাংশ। রাজ্যে দুই তৃতীয় শুটিং করা হলে ভর্তুকির পরিমাণ হবে দুই কোটি টাকা।
আশা করা যায় এই সমস্ত পদক্ষেপ ইউপিতে চলচিত্র শিল্পের উন্নতিতে বহুলাংশে কার্যকরী ভূমিকা রাখবে।
সৌভিক দত্ত