দক্ষিণ- পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার তথা ডিভিশনের জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার জানিয়েছেন, ২৫ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত খড়্গপুর ডিভিশনের খড়্গপুর-ভদ্রক শাখায় প্রায় ৪৯টি ট্রেন বাতিল করা হয়েছে। ৪টি ট্রেনকে অন্য পথে পরিচালিত করা হচ্ছে এবং একটি ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে।
খড়্গপুর ডিভিশনের ভদ্রক শাখার রানিতাল স্টেশনে ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত সাতদিন ধরে চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ। পরবর্তী তিনদিন অর্থাৎ ৪ থেকে ৬ মার্চ পর্যন্ত হবে ইন্টারলকিংয়ের কাজ। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়-ভদ্রক লাইন থার্ড লাইনের সঙ্গে সংযুক্ত হবে। এর জেরেই প্রভাবিত হবে খড়্গপুর থেকে ওড়িশা সহ দক্ষিণ ভারতগামী রেল যোগাযোগ ব্যবস্থা। প্রায় ১০ দিন ধরে পশ্চিমবঙ্গের সঙ্গে দক্ষিণ ভারতের রেল যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হওয়ায় সবচেয়ে বেশি প্রভাবিত হবে দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য যাওয়া রোগীদের।
রাজেশ কুমারের দাবি, “রেল উন্নয়নমূলক কাজ করলে যাত্রীরাই উপকৃত হবেন।”