জঙ্গলমহলের নানা এলাকায় বার বার হাতির হামলায় প্রাণ যাচ্ছে বা জখম হয়েছেন অনেকে। বেশ কিছু দিন ধরে দলমার দাঁতালদের আনাগোনা চলছে নয়াগ্রাম ফরেস্ট রেঞ্জ, কেশররেখা রেঞ্জ, চাঁদাবিলা রেঞ্জ, মানিকপাড়া রেঞ্জ, লালগড় ফরেস্ট রেঞ্জের বেশ কিছু এলাকায়। বুনো হাতির দল খাবারের সন্ধানে সোজা ঢুকে পড়ছে লোকালয়ে।
এই অবস্থার মধ্যে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। জেলার নয়াগ্রাম, সাঁকরাইল, বিনপুর, জামবনি, লালগড়, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম প্রভৃতি থানার বহু গ্রাম জঙ্গলঘেরা। ফলে জঙ্গলপথ পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে-আসতে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের। এই পরিস্থিতিতে তাদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিল বন বিভাগ।
জানা গিয়েছে, লালগড় রেঞ্জের করমশোল, রাঙামেটিয়া, আজনাশুলি এলাকায় বর্তমানে ঘুরে বেড়াচ্ছে ৩০-৩৫টি দাঁতালের দল। খড়্গপুর বন বিভাগের কলাইকুন্ডা ফরেস্ট রেঞ্জের জটিয়া, সগড়ভাঙা, হাড়িভাহা ইত্যাদি জায়গায় ঘুরছে আরও ২৫-২৮টা হাতি। এভাবে কোথাও ৩-৪, কোথাও আবার ১০-১২টার দলে ভাগ হয়ে বিক্ষিপ্তভাবে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে দলমার ভয়ঙ্কর দাঁতালের দল।
জঙ্গলপথে এই সব দাঁতালদের মুখোমুখি হওয়া মানেই সাক্ষাৎ মৃত্যু। তাই নয়াগ্রাম, ঝাড়গ্রাম-সহ জেলার বিভিন্ন ফরেস্ট রেঞ্জে পরীক্ষার্থী এবং স্থানীয় মানুষকে সতর্ক করতে চালানো হচ্ছে জোরদার মাইক-প্রচার। জঙ্গলপথে হাতির কারণে কোনও সমস্যায় পড়লে পরীক্ষার্থী ও গ্রামবাসীদের সরাসরি স্থানীয় বনকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। তার জন্য জানিয়ে দেওয়া হচ্ছে যোগাযোগের ফোন নম্বরও। সেই সঙ্গে বন বিভাগের বিশেষ দল ঘুরছে জঙ্গলপথে।