পশ্চিমবঙ্গে সড়ক উন্নয়নে কেন্দ্রের বড় অর্থ বরাদ্দের কথা জানালেন সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নিতীন গড়কড়ী।
টুইটে শুক্রবার গড়কড়ী জানান, ৫.২৬১ কিলোমিটার দৈর্ঘ্যের ৪-লেনের রানিগঞ্জ বাইপাস নির্মাণের জন্য ৪১০.৮৩ কোটি টাকা অনুমোদিত হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার ১৪ নম্বর জাতীয় সড়কে (পুরানো ৬০ নম্বর জাতীয় সড়কে) এর ইপিসি মোড়ে।
১৪ নম্বর জাতীয় সড়ক মোরগ্রামের কাছে এনএইচ-১২ (পুরাতন ৩৪ নম্বর জাতীয় সড়কে) এর সংযোগস্থল থেকে শুরু হয়ে রামপুরহাট, সিউড়ি, রানিগঞ্জ, বাঁকুড়া, গড়বেতা এবং শালবানী হয়ে খড়্গপুরের কাছে
এনএইচ ১৬ (পুরাতন দু’নম্বর জাতীয় সড়কে) এর সাথে এর সংযোগস্থলে শেষ হয়েছে।
পুরো প্রসারিত অংশটি একটি পোক্ত ২-লেনের করিডোর। এটি দক্ষিণ ভারতীয় রাজ্য এবং ওড়িশা থেকে উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব রাজ্যগুলির দিকে যান চলাচলের অন্যতম প্রধান করিডোর হিসাবে কাজ করছে।
এটি খড়গপুর, মেদিনীপুর, চন্দ্রকোনা রোড, গড়বেতা, বিষ্ণুপুর, বাঁকুড়া, রানিগঞ্জ, পাণ্ডবেশ্বর, দুবরাজপুর, সিউড়ি, রামপুরহাট, নলহাটি ইত্যাদির মতো অনেকগুলি গুরুত্বপূর্ণ শিল্প, ধর্মীয় ও কৃষি এলাকাকে সংযুক্ত করে।