ক্রিকেটের (Cricket) সব পর্যায়েই এবার থেকে স্বাভাবিক আউট হিসেবে গণ্য হবে ‘মানকাডিং’ (Mankading)। ফলে বোলার বোলিং করার আগেই যদি নন-স্ট্রাইকার প্রান্ত ছেড়ে ব্যাটার বেরিয়ে যান, তাহলে বোলার তাঁকে রান আউট করে দিতেই পারেন। এই নিয়ম অবশ্য নতুন নয়। কিন্তু ক্রিকেটের এত বছরে খুব কম সময়ই বোলাররা এই নিয়ম প্রয়োগ করেছেন। এবং এমনভাবে আউট করতেই ক্রিকেট দুনিয়ার কাছে কার্যত ‘ভিলেন’ হিসেবে বিতর্কে জড়িয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandra Ashwin) থেকে দীপ্তি শর্মা (Dipti Sharma)। তবে এবার থেকে বোলারদের আর কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। সেটা জানিয়ে দিল এমসিসি (MCC)।
বোলাররা ব্যাটারদের সতর্ক করে ছেড়ে দেবেন। এটাই ছিল এক সময় রীতি। ১৯৮৭ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এভাবে রান আউটের সুযোগ পেয়েও কাজে লাগাননি ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার কোর্টনি ওয়ালশ। এর জন্য তাঁর প্রশংসা করা হয়। আবার আইপিএল-এ ‘মানকাডিং’ করার জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হয় অশ্বিনকে। তবে এবার থেকে ‘মানকাডিং’ নিয়ে আর বিতর্ক থাকছে না। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি এই নিয়ম সব স্তরেই স্বাভাবিকভাবে প্রয়োগ করতে চাইছে।
2023-02-24