রাজধানীর ফকিরাপুল থেকে ৪৬ লক্ষাধিক ভারতীয় রুপিসহ তিনজনকে আটক করেছে পল্টন থানা পুলিশ। গতকাল বুধবার তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—ইয়াকুব (৫৫), হাসান আহম্মেদ (৩৬) ও রুবেল (৩৩)। 

পুলিশ জানায়, গতকাল বিকেল সাড়ে ৩টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসংলগ্ন ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডারের সামনে অভিযান পরিচালনা করে ৪৬ লাখ ৫৯ হাজার ভারতীয় রুপিসহ ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহূত সিএনজিটিও জব্দ করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, উদ্ধারকৃত ভারতীয় রুপি এসএ পরিবহনের মাধ্যমে দুবাই থেকে ঢাকায় এসেছে। এ তথ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.