পাকিস্তান যে জঙ্গিদের জন্য স্বর্গরাজ্য, তা ফের একবার প্রমাণিত হল। উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা গিয়েছে, হিজবুল মুজাহিদিনের প্রধান তথা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমাপ্রাপ্ত সইদ সালাউদ্দিন নিরাপত্তারক্ষীদের নিয়ে এক জঙ্গির শোকসভায় যাচ্ছে। সেই নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম দেখে তাদের পাক সেনা বলে মনে করা হচ্ছে। রাওয়ালপিন্ডির রাস্তায় অবাধে ঘুরে বেরানোর পাশাপাশি এই হিজবুল নেতাকে প্রকাশ্যে ভারত বিরোধী বক্তৃতাও দিচ্ছে।
মোস্ট ওয়ান্টেড জঙ্গি বসির আহমেদ পীরের শেষযাত্রায় যোগ দিতে যাচ্ছিল হিজবুল প্রধান। শোকসভায় মৃত জঙ্গির আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করতে দেখে যায় সইদ সালাউদ্দিনকে। সম্প্রতি অজ্ঞাত পরিচয় এক বন্দুকবাজ বসির আহমেদ পীরকে খতম করে। সেই মৃত জঙ্গিক শেষযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শেষযাত্রার ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর তাতে দেখা যায় হিজবুল প্রধান সইদকে।
রাওয়ালপিন্ডি পাক সেনার সদর দফতর। সেই শহরে হিজবুল প্রধানকে দেখতে পাওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ ছিল, ধূসর তালিকা থেকে বের হতে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সকে ইসলামাবাদ যে ৩৪ স্তরের অ্যাকশন প্ল্যান জমা দিয়েছিল, তা ভুয়ো ছিল। এই ভাইরাল ভিডিয়োতে সেই দাবিই প্রমাণিত হচ্ছে বলে মনে করা হচ্ছে।