বৃহস্পতিবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই বছর মোট পরীক্ষার্থী ছয় লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন। একইসঙ্গে প্রশ্নপত্র ফাঁস হওয়া আটকাতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে পর্ষোদের তরফে। পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজ্য পুলিস।
এই বছরের পরীক্ষাকে কেন্দ্র করে এক অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েহে। জানা গিয়েছে এর মূল লক্ষ্য হল যাতে প্রশ্নপত্রও পরীক্ষার্থীদের হাতেই পৌঁছায় সবার আগে এবং অন্য কেউ যাতে পরীক্ষার আগে এই প্রশ্নপত্র হাতে না পায়।
এর পাশাপাশি পর্ষদের অন্য লক্ষ্য হল যাতে পরীক্ষা চলাকালীন শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং কোনও রকম সমস্যা না হয়। এই লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।
পরীক্ষাকেন্দ্রের নিরাপতার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জানানো হয়েছে অভিভাবকরা পরীক্ষাকেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন না। একইসঙ্গে পুলিস অথবা স্বস্থ্যকর্মী কেউই পরীক্ষাকেন্দ্রের ভিতররে মোবাইল ব্যবহার করতে পারবেন না।