সুস্থ আছেন তথাগত রায়। তবে তাঁকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে। বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতিকে গতকাল হাসপাতালে দেখতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার।
কয়েকদিন আগে ছাদে পায়চারি করার সময় পা পিছলে পড়ে যান তথাগতবাবু। পড়ে গিয়ে তাঁর চোট লাগে। এরপরই তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। গতকাল তাঁকে দেখতে গিয়েছিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি হাসপাতালে বেশ কিছুক্ষণ কাটান। দলের প্রাক্তন রাজ্য সভাপতির সঙ্গে কথা বলেন, শারীরিক খোঁজখবর নেন। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। পরে সাংবাদিকদের জানান, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তবে লাম্বার সেকশনে একটা চিড় আছে, তাই নড়াচড়া একেবারেই বন্ধ হয়ে গেছে। বেশ কিছুদিন ওনাকে বিছানায় শুয়ে থাকতে হবে। তাছাড়া উনি ঠিক আছেন। কিছুদিন বেড রেস্টে থাকলেই ঠিক হয়ে যাবে।
গত বিধানসভা নির্বাচনের পর থেকে বঙ্গ বিজেপির হাল নিয়ে মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে পোস্ট করেন তথাগতবাবু। কড়া সমালোচনার পাশাপাশি পরামর্শও দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এদিন স্বাভাবিকভাবেই সুকান্ত মজুমদারের কাছে সাংবাদিকরা জানতে চান, বঙ্গ বিজেপি নিয়ে কি তথাগতবাবু কি কোনও দুশ্চিন্তা প্রকাশ করলেন? উত্তরে সুকান্তবাবু বলেন, রাজনৈতিক আলোচনা হয়নি। ওনার বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক আলোচনা করা উচিত না। এমন কিছু আলোচনা করা উচিৎ নয় যাতে ওনার মাথায় চাপ পড়ে। তাছাড়া বাংলা বিজেপি এখন এমন আছে যা নিয়ে ওনার দুশ্চিন্তার কারণ নেই।