ক্রমবদ্ধর্মান তাপমাত্রা প্রত্যক্ষ করছে রাজ্যবাসি। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ দেখা যাবে। দার্জিলিং, কালিম্পং ছাড়া আপাতত অন্য কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
এই রাজ্যে সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ দেখা যাবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে পাল্লা দিয়ে বাড়বে দিনের তাপমাত্রা। ভোরে ও সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে বুধবার পর্যন্ত। দিনের বেলায় রীতিমতো উষ্ণ আবহাওয়া অনুভূত হবে। জেলায় জেলায় খুব হালকা শীতের অনুভূতি থাকতে পারে আরও দুই থেকে চার দিন সকাল এবং রাতের দিকে।
কলকাতায় রাতে এবং সকালে মনোরম আবহাওয়া থাকবে। দিনের তাপমাত্রা সোমবার থেকে পাল্লা দিয়ে বাড়বে। সকালে সামান্য কুয়াশা দেখা যাবে। পরে পরিষ্কার আকাশ থাকবে। পাশাপাশি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।