নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসি-র তথ্যচিত্রের বিরুদ্ধে এবার সরব হলেন খোদ ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীকেও প্রশস্তিতে ভরিয়ে দিয়েছেন তিনি। দাবি করেছেন, মোদীর নেতৃত্বেই বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতির দেশ হয়ে উঠেছে ভারত।
বিবিসির তথ্যচিত্রকে হলুদ সাংবাদিকতা আখ্যা দিয়েছেন ব্ল্যাকম্যান। তাঁর কথায়, ‘ওই তথ্যচিত্র ভারত বিরোধী প্রচারের একটি কর্মসূচী। হলুদ সাংবাদিকতার ন্যাক্কারজনক উদাহরণ’।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্ল্যাকম্যানকে বলতে শোনা যায়, ‘অর্থনীতির রূপান্তর ঘটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকার অসাধারণ কাজ করে চলেছে। তাঁর আমলেই বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, বলা যায়, বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতি হয়ে উঠেছে ভারত’। সেই সঙ্গেই তাঁর বক্তব্য, ‘ভারত যেভাবে বৃহত্তর গণতন্ত্র হয়ে উঠেছে তা উদযাপন করার মতো। যেখানে মানুষের সিদ্ধান্তে সরকার বদলে যায়’।
এরই পাশাপাশি ভারতের সঙ্গে ‘বন্ধুত্ব’ বজায় রাখার প্রয়োজনীয়তা নিয়েও মুখ খুলেছেন তিনি। ২০১০ সাল থেকে ব্রিটেনের এমপি রয়েছেন ব্ল্যাকম্যান। তাঁর মতে, ‘আমাদের মধ্যে যে উন্নত সম্পর্ক রয়েছে তা বজায় রাখতে হবে। তা না হলে ব্রিটেনর ক্ষতি। ক্ষতি ভারতেরও’।