শনিবারই দেশে এসে গেল আরও ১২টি চিতা। এটি চিতার দ্বিতীয় দল। চিতাগুলিকে গোয়ালিয়রের এয়ার ফোর্স স্টেশনে নামিয়ে কুনো ন্যাশনাল পার্কে নিয়ে যাওয়া হয়েছে। সাউথ আফ্রিকার জোহানেসবার্গ থেকে চিতাগুলিকে উড়িয়ে আনা হয়েছে। এই ১২টির মধ্যে ৫টি স্ত্রী-চিতা। আগামী ২০ ফেব্রুয়ারি চিতাগুলিকে পাকাপাকি ভাবে কুনোর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
ভারতের বিভিন্ন জঙ্গলে চিতার সংখ্যা বাড়াতে উদ্যোগী হয়েছে নরেন্দ্র মোদী সরকার। সেই উদ্যোগেরই অংশ হিসেবে গত বছর এল এই ১২টি চিতা। এর আগে আটটি চিতাকে নামিবিয়া থেকে এ দেশে উড়িয়ে আনা হয়েছে। সেগুলিকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছেড়েও দেওয়া হয়েছে। ভারতের বিভিন্ন জাতীয় উদ্যানে সেগুলিকে রেখে ভারতেও চিতার সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত করতেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে চুক্তি করল ভারত।