KL Rahul | BGT 2023: ‘বিগত ২০ বছরে কোনও টপ অর্ডার ব্যাটারের এত কম গড় দেখিনি’!

 কেএল রাহুল (KL Rahul) ভুলে গিয়েছেন রান করা কাকে বলে! ভারতীয় দলের তারকা ওপেনার ও অফফর্ম এখন এক সরণিতে। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে রাহুল করেছিলেন মাত্র ২০ রান। নাগপুরের ছবি দিল্লিতেও একই রইল। ভারত ৪১ বলে মাত্র ১৭ রান করে ফিরে গেলেন। ২০২১ সালে রাহুল শেষবার টেস্টে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, গতবছর এই প্রতিপক্ষের বিরুদ্ধেই রাহুলের শেষ টেস্ট হাফ-সেঞ্চুরি। রাহুলকে স্রেফ বয়ে বেড়াচ্ছে দল! টিম ম্যানেজমেন্টকে এই মর্মেই ফের একবার ধুয়ে দিলেন ভারতে প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)। রাহুলকে দলে সুযোগ দেওয়া নিয়েই প্রশ্ন তুলে দিলেন এক সময়ে ভারতের এক নম্বর পেসার।

গত ১১ ফেব্রুয়ারি রাহুলের প্রশংসা করেই প্রসাদ লেখেন, ‘রাহুলের প্রতিভা ও যোগ্যতার প্রতি আমি শ্রদ্ধাশীল। কিন্তু ওর পারফরম্যান্স একেবারে তলানিতে। আট বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। ৪৬টি টেস্ট খেলে ওর গড় ৩৪। যা অত্যন্ত সাধারণ। অনেকের নাম বলতে পারব না, যারা এভাবে সুযোগ পেয়েছে।’ একের পর এক ট্যুইট করেই প্রসাদ বলেছিলেন যে, শুভমান গিল বা সরফরাজ খানরা সুযোগ পাচ্ছে না। এই ট্যুইটের সঙ্গেই শনিবার অর্থাৎ আজ প্রসাদ জুড়ে দেন,’ওর ধারাবাহিত ব্যর্থতা চলছেই। ম্যানেজমেন্টের একগুঁয়েমি দেখছি। একজন প্লেয়ারকে তারা ধরেই রেখেছে। বিগত ২০ বছরে কোনও টপ অর্ডার ব্যাটার এত কম গড় নিয়ে এত টেস্ট খেলেনি। দলে ওকে ঢোকানো নিয়ে…’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.