David Warner, BGT 2203: দিল্লি টেস্ট থেকে কেন ছিটকে গেলেন ওয়ার্নার? পরিবর্ত কে?

একে তো সিরিজ হারের আশঙ্কা, এরমধ্যে অস্ট্রেলিয়ার (Australia) জন্য আরও খারাপ খবর সামনে এল। এবার চোটের জন্য চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) দ্বিতীয় টেস্ট থেকেই ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। তাঁর জায়গায় ‘কনকাশন সাব’ হিসেবে ব্যাট করবেন ম্যাট রেনশ (Matthew Renshaw)। 

আসলে ব্যাট করার সময় মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বাউন্সারে মাথায় আঘাত পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার। তাঁর চোট এতটাই গুরুতর ছিল যে, পরে আর ফিল্ডিং করতে নামেননি তিনি। আগেই চোটের জন্য চলতি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন মিচেল স্টার্ক ও ক্যামেরুন গ্রিন। এবার সেই তালিকায় নাম লেখালেন অফ ফর্মে থাকা ওয়ার্নার। টেস্টের প্রথম দিন ৪৪ বলে ১৫ রান করে মহম্মদ শামির বাইরে যাওয়া বলে খোঁচা দিয়ে আউট হন ওয়ার্নার। তাঁর ক্যাচ ধরেন কে এস ভরত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.