শক্তিশালী ভূমিকম্পে কেঁপে
উঠল পাকিস্তানের পঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশ| তীব্র ভূকম্পন
অনুভূত হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-সহ রাওয়ালপিন্ডি,
মুর্রে, ঝেলুম, সোয়াট,
খাইবার, অ্যাবোটাবাদ, নৌশেরা,
মানশেরা, বাট্টাগ্রাম ও কোহিতাম-এ| পাকিস্তানের ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৮| ভূমিকম্পের
উত্সস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে|
পাকিস্তান ছাড়াও ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি-এনসিআর| ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কে বহুতল থেকে
বেরিয়ে আসেন রাজধানীর মানুষজন| এছাড়াও চণ্ডীগড় এবং জম্মু ও কাশ্মীরের
রাজৌরি ও পুঞ্চেও ভূকম্পন অনুভূত হয়েছে| ভারতীয় আবহাওয়া দফতর
(আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার
বিকেল ৪.৩১ মিনিট নাগাদ ৬.৩ তীব্রতার ভূকম্পন
অনুভূত হয় ভারত (জম্মু ও কাশ্মীর)-পাকিস্তান
সীমান্তবর্তী অঞ্চলে| ভূমিকম্পের উত্সস্থল ছিল ৩২.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৩.৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ,
ভূপৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে| ইএমএসসি-র পক্ষ থেকে আবার জানানো হয়েছে, পাকিস্তানের লাহোর থেকে
১৭৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা
ছিল ৬.১| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত
বেশি থাকা সত্ত্বেও, ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি|
2019-09-25