বাড়তে শুরু করল দিন ও রাতের তাপমাত্রা। ১৬.৩ ডিগ্রি থেকে বৃহস্পতিবার রাতের তাপমাত্রা বেড়ে হয় ১৮.৭ ডিগ্রি। ২৮.৬ ডিগ্রি থেকে দিনের তাপমাত্রা বেড়ে হয় ২৯.১ ডিগ্রি। আগামি মঙ্গলবারের মধ্যে ক্রমশ চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে রাতের তাপমাত্রা এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
১৯ তারিখ থেকে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করবে দিনের তাপমাত্রা। ১৮ ফেব্রুয়ারির পর কলকাতায় শীতের আমেজ বলে আর কিছু অবশিষ্ট থাকবে না। ১৯ তারিখের পর থেকে কলকাতায় দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়ে যেতে থাকবে। রাতের তাপমাত্রাও পরশু থেকে ২০ ডিগ্রি অতিক্রম করে উপরের দিকে উঠতে থাকবে।
এরাজ্যে উত্তরবঙ্গের জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা আরও দুই দিন থাকবে। দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং হাওড়া জেলায় হালকা কুয়াশা থাকবে ভোর এবং সকালের দিকে।