ফের জঙ্গলমহলে মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য। সিপিআই (CPI) (মাওবাদী) প্রতিষ্ঠা সপ্তাহকে সামনে রেখে পুরুলিয়ার বান্দোয়ানে মিলল মাও পোস্টার। সঙ্গে মিলল একগুচ্ছ নথিও। মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের (Jharkhand) পূর্ব সিংভূম জেলার পটমদা থানা লাগোয়া পুরুলিয়ার বান্দোয়ান থানার দুয়ারসিনি জঙ্গল থেকে সিপিআই (মাওবাদী) নামের একাধিক পোস্টার। সঙ্গে মাও নেতা-নেত্রীদের ছবিসহ নানা নথি হাতে এসেছে কেন্দ্রীয় বাহিনীর। দুয়ারসিনি জঙ্গল থেকে ১১৫টি পোস্টার, চারটে ছুরি, তার, দু’টি টিফিন বক্স, এ রাজ্যের মাও শীর্ষ নেতা মদন মাহাতো, সাগর সিং ওরফে বীরেনের ছবি উদ্ধার করে। পাওয়া গিয়েছে ব্যান্ডেড, একটি দৈনিক সংবাদপত্র, মার্কার পেন, লাল কালি, বিএসএনএল-এর একটি সিমও।Ads code goes here

এদিন দুপুরে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ (CRPF) খবর পেয়ে দুয়ারসিনির জঙ্গলে অভিযান চালায়। একটি কাগজে একাধিক জনের নাম ও তার পাশে টাকার অঙ্ক লেখা ছিল। সেইসঙ্গে আশেপাশের গ্রামের নাম ও জনসংখ্যা লেখা কাগজও পাওয়া গিয়েছে। পোস্টারগুলিতে আক্রমণ করা হয়েছে শাসকদল তৃণমূল ও বিজেপিকে। সিপিআই (মাওবাদী)-র প্রতিষ্ঠা সপ্তাহ ২১—২৭ সেপ্টেম্বর। এই সপ্তাহ কে কেন্দ্র করে এমন স্বক্রিয়তা বলে মনে করছে পুলিশ প্রশাসন।পুরুলিয়ার (Purulia) পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, “ঝাড়খণ্ড সীমানায় কিছু পোস্টার সহ নথিপত্র উদ্ধার হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.