বাস্তবের নায়করাই যে সিনেমার নায়কের অনুপ্রেরণা হন, তা আবারও প্রমাণিত হল। দেশ ও পরিবারের মধ্যে এক ভারতীয় সেনা জওয়ান বেছে নিলেন দেশকেই। সম্প্রতি এক জওয়ান তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছেড়ে গিয়েছিলেন তুর্কির উদ্ধারকার্যে। ভূমিকম্প বিধ্বস্ত তুর্কির সাহায্যের হাত হতে সেখানে পৌঁছন তিনি। কাজের ফাঁকেই এবার হঠাৎ তিনি খবর পেলেন যে, তাঁর স্ত্রীর কোল আলো করে পুত্রসন্তান জন্ম নিয়েছে।
ভারতীয় জওয়ানের নাম রাহুল চৌধুরী। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা। সন্তানসম্ভবা স্ত্রীকে একলা রেখে তিনি পাসপোর্ট নিয়ে রওনা হয়ে যান তুরস্কের জন্য। বিমান ওঠার সময় তাঁর কাছে খবর আসে যে, তাঁর স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমান থেকে নামার পরেই তিনি খবর পান যে, তাঁর স্ত্রী পুত্রসন্তানকে জন্ম দিয়েছেন।
রাহুল বলেন, “তুরস্কে যাওয়ার নির্দেশ পাওয়ার পরই আমি নিজে ঊর্ধ্বতন অফিসারের সঙ্গে কথা বলি৷ তিনি আমাকে বলেন, স্ত্রীর সঙ্গে কথা বলে তাঁর মতামত নিতে৷ যখন আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম কী করব, ও আমাকে নিজের সহকর্মীদের সঙ্গে চলে আসতে বলল৷ আমার স্ত্রী বলল, সব সময় দেশের প্রতি দায়িত্বকেই অগ্রাধিকার দেওয়া উচিত৷ সঙ্গে সঙ্গে মালপত্র গুছিয়ে আমি রওনা দিই”।