৬০ জন ইসলামিক সন্ত্রাসবাদীকে লালনপালন করছে আমেরিকা। আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে তাদের তৈরি রাখা হয়েছে। এমনই বিস্ফোরক দাবি করল রাশিয়ার গুপ্তচর সংস্থা। তাদের অভিযোগ, রাশিয়ায় হামলা চালাতেই ওই সন্ত্রাসবাদীদের তৈরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
রাশিয়ার বিদেশ সম্পর্কিত গুপ্তচর বাহিনী – এসভিআর। তাদের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে ধীরে ধীরে তৈরি করছে ইসলামি সন্ত্রাসবাদীদের, আর এর লক্ষ্য হল রাশিয়ার ওপর হামলা। আইএস জঙ্গি, আল কায়েদার থেকে এই বিশেষ সন্ত্রাসবাদীদের বেছে নিয়েছে আমেরিকা। গুপ্তচর বাহিনীর আরও দাবি, সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও গুপ্ত বেস-এ এই প্রশিক্ষণ চলছে।
উল্লেখ্য, এই গুপ্তচর সংস্থার প্রধান ভ্লাদিমির পুতিন ও সারজেই নারিস্কিন। এককালে এই গুপ্তচর সংস্থা ছিল সোভিয়েত যুগের কেজিবির অংশ। গুপ্তচর সংস্থা বলছে, ‘তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে সন্ত্রাসী হামলা চালাতে।’ এটাও বলা হয়েছে, ‘কূটনীতিবিদ, সরকারি আমরা, আইনরক্ষাকারী অফিসার, সেনার অফিসারদের’ যাতে টার্গেট করা হয়, এমনই দাবি রুশ গুপ্তচর বাহিনীর ওই রিপোর্টে।
রাশিয়ার উত্তরের ককেসাস এলাকা ও মধ্য এশিয়া থেকে বেছে বেছে এই সন্ত্রাসবাদীদের জড়ো করছে আমেরিকা। উল্লেখ্য, রাশিয়ার সারজেই নারিশকিনের সঙ্গে সিআইএর প্রধান উইলিয়াম বার্নসের গত বছর আঙ্কারাতে একটি বৈঠক হয়। এদিকে, সেই ঘটনার সঙ্গেই প্রাসঙ্গিক হয়ে ওঠে ইউক্রেনে রাশিয়ার হামলা। যে হামলায় অস্ত্র সহযোগে আমেরিকা ইউক্রেনের পাশে থাকলেও, সেনার সহযোগিতায় ইউক্রেনের পাশে দেখা যায়নি শক্তিধর আমেরিকাকে। এরপরই উঠে আসে এমন চাঞ্চল্যকর অভিযোগ।