পরণে গেরুয়া ধুতি। গদা হাতে তীব্র আক্রোশে ঝাঁপিয়ে পড়ছেন বজরংবলী। কোনও কিছুর উপর আঘাত হানতে উদ্যত। ভারতীয় যুদ্ধ বিমানে এবার লাগানো হল এই ছবি। সঙ্গে লেখা ‘তুফান আসছে’। হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি এইচএলএফটি – ৪২ বিমানের এই ডিজাইন ঘিরেই সরগরম সোশ্যাল মিডিয়া।
প্রতিরক্ষা ক্ষেত্র ও মহাকাশ গবেষণা ক্ষেত্রে দেশের শক্তিকে তুলে ধরতে বেঙ্গালুরুর ইলাহানকা এয়ারবেসে পাঁচদিন ব্যাপী অ্যারো ইন্ডিয়া ২০২৩-র আয়োজন হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই প্রমুখ। মূলত দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধাস্ত্র এবং যুদ্ধবিমানের প্রদর্শনীর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে প্রতিরক্ষা মন্ত্রক।
উদ্বোধনী অনুষ্ঠানে মোদী বলেন, ‘প্রতিরক্ষা ও মহাকাশ ক্ষেত্রে দেশের শক্তিকে তুলে ধরার ভাল মঞ্চ অ্যারো ইন্ডিয়া। বেঙ্গালুরুর আকাশ নতুন ভারতের শক্তির সাক্ষী থাকছে।’ নমো আরও বলেন, ‘গোটা বিশ্বের ভরসা বাড়ছে ভারতের উপরে। এই অনুষ্ঠানে অসংখ্য দেশের উপস্থিতি প্রমাণ করছে ভারতের উপরে বিশ্বের আস্থা বৃদ্ধি পেয়েছে। তথ্য দিয়ে মোদী জানান এবারের অ্যারো ইন্ডিয়ায় বিভন্ন দেশের ৭০০-র বেশি প্রতিদিধি যোগ দিয়েছে, যা বিগত বছরগুলির রেকর্ড ভেঙে দিয়েছে।
অ্যারো ইন্ডিয়ার প্রদর্শনীমূলক অনুষ্ঠানে বিভিন্ন দেশের সঙ্গে প্রায় ২৫১টি মউ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানা যাচ্ছে। টাকার অঙ্কে যা প্রায় ৭৫ হাজার কোটি কাছাকাছি।