ভারত–ফ্রান্স ঐতিহাসিক চুক্তি! একসাথে ২৫০টি এয়ারবাস কিনছে এয়ার ইন্ডিয়া

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্টের উপস্থিতিতে ঐতিহাসিক চুক্তি করল এয়ার ইন্ডিয়া। টাটা গোষ্ঠী পরিচালিত বিমান সংস্থা ফ্রান্স থেকে ২৫০ টি যাত্রীবাহী এয়ার বাস বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই চুক্তি বাস্তবায়িত হলে দেশের বাণিজ্যিক বিমান পরিষেবার নতুন ইতিহাস তৈরি হবে।

প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার বলেছেন, এই চুক্তি ভারত ফ্রান্স মৈত্রীর নয়া প্রতীক। টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্র শেখরন মঙ্গলবার জানিয়েছেন, মোদী এবং ম্যাকর ভার্চুয়াল বৈঠকের পরে এই চুক্তি হয়েছে। তিনি বলেন আমাদের কাছে এটি ঐতিহাসিক মুহূর্ত।

সরকারি সূত্রে জানা গেছে, এয়ার ইন্ডিয়ার জন্য এয়ারবাস এসই-র এ৩২০ নিও ফ্যামিলি জেট কিনবে টাটার নয়া বিমান সংস্থা। শুধু এয়ারবাস নয় বেঙ্গালুরুতে অ্যারো ইন্ডিয়া ২০২৩ চলাকালীন একাধিক বিদেশী বিমান নির্মাতা সংস্থার সঙ্গে ভারতীয় বিমান সংস্থাগুলির চুক্তি হতে পারে বলে সরকারের একটি সূত্র জানাচ্ছে। বরাত পাওয়ার সম্ভাবনা রয়েছে আমেরিকার বিমান নির্মাতা সংস্থা বইনের তৈরি ৭৩৭ ম্যাক্স মডেলের।

প্রসঙ্গত ভারতের বাজারে শুধু বিক্রি নয়, বিশ্বের বড় শিল্প সংস্থাগুলির উৎপাদন যাতে এ দেশের মাটিতে হতে পারে সেজন্য মেক ইন ইন্ডিয়া স্লোগান তুলেছেন মোদী। সেই ভাবনা নিয়েই ২০১৫ সালের প্রধানমন্ত্রী গিয়েছিলেন ফ্রান্সের তুলুসে। তখনই তারা ভারতের বিমান নির্মাণ কারখানা গড়ার বিষয়ে সম্মতি দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.