বঙ্গে শীতের শেষ দিন। বৃহস্পতিবার থেকে ক্রমশ বাড়তে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব আরও দুদিন থাকবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা মাঝারি কুয়াশা দেখা যাবে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা হতে পারে জেলার কিছু অংশে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি বা কুয়াশার কোনও সম্ভাবনা নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। বৃহস্পতিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা দুটোই ক্রমশ বাড়বে। পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যে প্রায় তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। বুধবারই কার্যত শেষবারের মতো হালকা শীতের আমেজ পাবেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার থেকে শীতের আমেজ উধাও হবে এবং উষ্ণতার দিন শুরু।
তাপমাত্রার পরিসংখ্যানের ক্ষেত্রে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি থাকবে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৭ থেকে ৮৮ শতাংশ।