যেকোন বিষয়ে তাঁর নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকের পরে ট্রাম্প বলেন, নোবেল কমিটি ন্যায় পূর্ণভাবে নোবেল প্রাইজ দিলে, আমার কোনো একটি বিষয়ে তা পাওয়ার কথা। কিন্তু আমাকে তা দেওয়া হয়নি।
পাশাপাশি তিনি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নোবেল প্রাইজ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। ওবামা রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করার ৮ মাস পরেই শান্তিতে নোবেল পুরস্কার পান। ট্রাম্প বলেন, “২০০৯ সালে ওবামাকে আন্তর্জাতিক দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ন সম্পর্ক মজবুত করার জন্য শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। অথচ তিনি কিছুদিন আগেই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তাই ওবামা নিজেই জানত না, তাঁকে কেন নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। এই একটি বিষয় নিয়ে আমিও ওবামার সঙ্গে একমত।”
তিনি আরও বলেন, বিশ্বে শান্তি বজায় রাখতে তিনি সর্বদা তৎপর। উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহারে বাধা দিয়ে তিনিই রেখেছেন বলে দাবি করেন। শান্তির বার্তা দেওয়া সত্বেও তাকে কোন পুরস্কার দেওয়া হচ্ছে না জানিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেন। তবে ট্রাম্পের এই মনোবাসনা নিয়ে কটাক্ষ করেছেন অনেকই। কেউ বলেছেন, শুধু টুইট করার জন্য নোবেল পুরস্কার পাওয়া যায় না।