এ শুধু স্পিনের দিন! এ লগন স্পিন দেখানোর। ভারতীয় দল বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy, BGT 2023) জিঙ্গলটা বানিয়েই ফেলল। প্রথমে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), পরে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। সেই চেনা স্পিন জুজুতেই অস্ট্রেলিয়ার শেষ হয়ে গেল নাগপুরে। ‘ডক্টর্ড পিচ’ ওরফে ভারত নিজেদের সুবিধা মতো পিচ বানিয়েছে বলে প্যাট কামিন্সের (Pat Cummins) দল যে কাঁদুনি গান গেয়েছিল, তা ছিল আসলে তাদের স্পিন খেলতে না পারার চেনা অসুখ, তা ফের একবার গোটা বিশ্বের সামনে প্রমাণিত হয়ে গেল। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Vidarbha Cricket Association Stadium), বহু প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) মহাযুদ্ধের প্রথম হার্ডল ভারত হেসে-খেলে জিতে নিল। পাঁচ দিনের টেস্টের ফয়সলা হয়ে গেল আড়াই দিনেই। চার ম্যাচের টেস্ট সিরিজে ভারত ১-০ এগিয়ে গেল।
2023-02-11