প্রধানমন্ত্রী হিসেবে নয়, পরিবারের একজন সদস্য হিসেবে এসেছি। শুক্রবার দাউদি বোহরা মুসলিম সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনে গিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু মুখে বলা নয়, এদিন দাউদি বোহরা মুসলিম সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাত উঁচিয়ে ধরেন এবং একসঙ্গে হাঁটেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “দাউদি বোহরা সম্প্রদায় সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন এবং উন্নয়নের পরীক্ষাতেও সফল হয়েছেন।” এদিন দাউদি বোহরা সম্প্রদায়ের প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান মুম্বইয়ের পশ্চিম শহরতলির মারোল-এ আলজামেয়া-তুস-সাইফিয়াহ-এর আরবি অ্যাকাডেমির নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মুম্বই মহানগরীর প্রভাবশালী সম্প্রদায়গুলির মধ্যে অন্যতম দাউদি বোহরা মুসলিমরা। মুম্বইয়ে ওই সম্প্রদায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে হাজির হন প্রধানমন্ত্রী। ক্যাম্পাস পরিদর্শন করার সময়ই দাউদি বোহরা সম্প্রদায়ের প্রধান সৈয়দনা মুফাদ্দল সাইফুদ্দিনের হাত ধরে হাঁটতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এরপর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “সৈয়দনা সাহেবের পরিবারের চার প্রজন্মকে আমি চিনি। আমি এখানে এসেছি পরিবারেই একজন হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে নয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের কাজ শেষ করে আপনারা ১৫০ বছরের স্বপ্ন পূরণ করেছেন।”
প্রসঙ্গত, সামনেই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুম্বইয়ে দাউদি বোহরা মুসলিম সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনে আসা এবং সম্প্রদায়ের প্রধানের হাত ধরে হাঁটার ঘটনা বিশেষ তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন মুম্বই রুটে এই দুটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। এই নিয়ে একমাসের মধ্যে দ্বিতীয়বার মুম্বই এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে গত ১৯ জানুয়ারি মুম্বইয়ে এসে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকাঠামো হেল্থকেয়ার প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। যা পুরভোটের আগে বিশেষ তাত্পর্যপূর্ণ।