দলের হাল বুঝতে আজ বঙ্গে নড্ডা

শনিবার সন্ধ্যায় কলকাতা পৌঁছেই রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। রাজ্যে দলের অবস্থা কী, মূলত তা খতিয়ে দেখতে কলকাতায় সামগ্রিক ভাবে ওই বৈঠক ডেকেছেন নড্ডা। এর পরে রবিবার কাঁথি ও কাটোয়ায় দু’টি জনসভা করার কথা নড্ডার।

গত লোকসভা নির্বাচনে রাজ্যে ২৪টি আসনে হেরে গিয়েছিল বিজেপি। এবার ওই হেরে যাওয়া আসনগুলির মধ্যে যত বেশি সংখ্যক আসন দখলের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিজেপি নেতৃত্ব। রাজ্যের ওই ২৪টি পরাজিত আসনে ভাল ফল করার দায়িত্ব ভাগ করে নিয়েছেন জে পি নড্ডা ও অমিত শাহ। দল জানিয়েছে, এর মধ্যে কাঁথি ও কাটোয়া কেন্দ্রের দায়িত্বে রয়েছেন নড্ডা। সব মিলিয়ে রাজ্য নেতৃত্বকে আসন্ন লোকসভাতে অন্তত ২৫টি আসন জেতার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই লক্ষ্যপূরণে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য বিজেপি নেতৃত্ব কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ও নেতারা রাজ্যে প্রবাস কর্মসূচি শুরু করেছেন। সেই কর্মসূচির অংশ হিসাবে এ যাত্রায় রাজ্যে সংগঠনের হাল হাতে-কলমে বুঝতে আসছেন নড্ডা।

কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির অবস্থা ভাল বলে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন। গত বার ওই কেন্দ্রে জিতেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পিতা শিশির। যদিও তৃণমূলের টিকিটে লড়েছিলেন তিনি, কিন্তু বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই শিশিরকে তৃণমূলের কোনও মঞ্চে দেখা যায়নি। তা ছাড়া কাঁথি লোকসভা কেন্দ্রটি বিরোধী দলনেতা শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরের অন্তর্গত। তাই ওই কেন্দ্রে লোকসভা ভোটের আগে সংগঠনের হাল বুঝে নিতে চাইছেন নড্ডা।

আবার কাটোয়ায় সভা করার লক্ষ্য পূর্ব বর্ধমান লোকসভা আসনে জয় নিশ্চিত করা। গত বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রের ৭টি বিধানসভা কেন্দ্রেই বিজেপি হেরে গিয়েছিল। তা সত্ত্বেও কাটোয়াকে বেছে নেওয়ার পিছনে রাজ্য নেতৃত্বের যুক্তি, গত লোকসভায় ওই কেন্দ্রে দলের ভোট প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। শেষ পর্যন্ত জয়ী তৃণমূলের সাংসদ সুনীল মণ্ডলের থেকে মাত্র ছয় শতাংশ কম ভোট পেয়ে হেরে যেতে হয় বিজেপি প্রার্থীকে। যে হেতু ওই কেন্দ্রে হারের ব্যবধান কম, তাই আগামী লোকসভাতে ওই কেন্দ্র জেতার প্রশ্নে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি নেতৃত্ব। আজ নড্ডার পশ্চিমবঙ্গ সফর প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘কাল সন্ধ্যায় নড্ডা কলকাতায় আসছেন। রাতেই রাজ্যের সাধারণ সম্পাদক, পর্যবেক্ষক ও অন্যান্য নেতাদের নিয়ে বৈঠক করবেন নড্ডা। এ ছাড়া পরের দিন কাঁথি ও কাটোয়া, দুই কেন্দ্রেই জনসভার পরে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কর্মী-বৈঠক করবেন তিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.