পঞ্চায়েত নির্বাচনের দিন শিক কাবাব তৈরি করবে তার দলের ছেলেরা এবং কাবাব আর শিক দুটোই কাজে লাগাবে বলে মন্তব্য করেছেন কামারহাটির তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র। পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষিতে এমন মন্তব্যকে উস্কানিমূলক বলে সরব হয়েছেন বিরোধীরা। তবে মদন মিত্রকে এই মন্তব্যের পাল্টায় হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার তাকে মনে করিয়েছেন পঞ্চায়েতে মাঠে খেলা হবে সুইমিং পুলে না। তাই শিক কোথায় ঢুকে যাবে ঠিক নেই। তিনি যেনো নিজের প্যান্ট সামলানোর ব্যবস্থা করেন।
পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে হিংসার ঘটনা ঘটানোর আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীরা একাধিক বার। তবে রাজ্যের প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় ইদানিং শুধু প্রতিবাদ নয় পাল্টা দেওয়ার গর্জন শোনা যাচ্ছে বার বার। তাই মদন মিত্রের শিক কাবাব মন্তব্যে পাল্টা দিতে গিয়ে তিনি বলেছেন,
“ওনার বয়স হয়ে গেছে। শিক নিয়ে বেরোলে সেই শিক কোথায় কখন ঢুকে যাবে মুশকিলে পড়ে যাবেন। এই বয়সে এসব রংবাজি করা ঠিক নয়।” এরপরই পাল্টা হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “পঞ্চায়েতে মাঠে খেলা হবে, সুইমিংপুলে খেলা হবে না। ওনার তো সুইমিং পুলে খেলতে গিয়েই প্যান্ট খুলে যাচ্ছে, মাঠে খেলতে গেলে কি কি খুলে যাবে তার ঠিক নেই?”
প্রসঙ্গত তৃণমূল কংগ্রেসের বিধায়ক কামারহাটির খাদ্য উৎসবের যোগ দিয়ে বলেন, পঞ্চায়েত নির্বাচনের দিন শিক কাবাব তৈরি করবে আমাদের ছেলেরা। বিরোধীদের জন্যও থাকবে শিক কাবাব। ভোটের দিন কাঁচা মাংস ঝলসে ঘি, মাখন, লেবু টিপে, বিটনুন, লঙ্কা দিয়ে তৈরি হবে কাবাব। ১ থেকে ২ ঘণ্টার মধ্যে ভোট শেষ হয়ে যাবে। ওদের গোলকিপার নেই তাই ছয় সাত গোল এমনই হয়ে যাবে।