পারদের খামখেয়ালি উত্থান পতন অব্যাহত। ৯ ফেব্রুয়ারি রাজ্যের তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি যা ১০ ফেব্রুয়ারি হয় ১৬.৮ ডিগ্রি। সেই তাপমাত্রা ১১ ফেব্রুয়ারি হবে ১৯.২ ডিগ্রি।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকলে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার এই অবিন্যস্ত ওঠানামা চলবে। তারপর শীতের সমস্ত আমেজ সম্পূর্ণ গায়েব হয়ে যাবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৪ ঘন্টা পরে দার্জিলিং, কালিম্পং ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে।