এক যুবতীর ‘অশ্লীল’ ছবি নেটমাধ্যমে ছড়িয়ে ‘ব্ল্যাকমেল’ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। দীর্ঘ দিন ধরে ফোনে হুমকি চলতে থাকায় অবসাদগ্রস্ত হয়ে শেষমেশ ওই যুবকের বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার বনগাঁ সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন যুবতী ও তাঁর পরিবার। তদন্তে নেমে বুধবার ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সৌরভ বিশ্বাস।
বছর দুই আগে ওই যুবতীর সঙ্গে অভিযুক্তের ফেসবুকে আলাপ হয়। তারপর ফোন নম্বর দেওয়া নেওয়া। গড়ে ওঠে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করার চষ্টা করে অভিযুক্ত সৌরভ। ভালোবাসার বিশ্বাসে সৌরভকে তার কিছু গোপন মুহূর্তের ছবি দিয়ে দেয় ওই যুবতী৷ তারপরই শুরু হয় ব্ল্যাকমেল। গত কয়েক দিন ধরেই যুবতীর ‘অশ্লীল’ ছবি নেটমাধ্যমে পোস্ট করার হুমকি দিয়ে সহবাস করার প্রস্তাব দেয় সৌরভ। প্রস্তাবে রাজি না হওয়ায় যুবতীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ করে। এমনকি পুলিশও কিছু করতে পারবেন না বলে হুমকি দেয়।
পরিবারের সদস্যদের দাবি, এর পর থেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন ওই যুবতী। এ ভাবে বেশ কয়েক দিন কাটার পর বাধ্য হয়েই সোমবার বনগাঁ সাইবার থানার সৌরভের বিরুদ্ধে অভিযোগ দ্বায়ের করেন যুবতী ও তাঁর পরিবার। বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর নাটকীয় কায়দায় মেয়েটি সৌরভের প্রস্তাবে রাজি বলে বনগাঁ শহরে দেখা করতে বলে। বনগাঁতে দেখা করতে এলেই তাকে গ্রেফতার করে পুলিশ।