হাসপাতাল সুপার চিকিৎসক শীতের সোয়েটার নিয়ে স্কুলের দুঃস্থ শতাধিক ছাত্রীদের পাশে দাঁড়ালেন। খুশি শিক্ষিকা থেকে ছাত্রীরা। চকলেট ডে তে শীতের নতুন সোয়েটার এবং চকলেট নিয়ে স্কুল ছাত্রীদের মাঝে চিকিৎসক। সঙ্গী স্বেচ্ছাসেবী সংগঠন হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশন।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি মানেই প্রবল শীত। শীতকালে স্কুলের ছাত্রীদের পরনের গরম পোশাক নেই জানতে পারেন মেখলিগঞ্জ হাসপাতালের সুপার ডাঃ তাপস কুমার দাস। তখনই মাথায় আসে এদের পাশে দাঁড়ানোর ভাবনা। সম্প্রতি জলপাইগুড়ি শহরের দেশবন্ধু নগর বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের এই সমস্যার কথা জানতে পেরেছিলেন চিকিৎসক দাস। পেশাগতভাবে সমাজের অসহায় দূর্বল মানুষের প্রতি তার বিশেষ সহানুভূতির কথা সকলেই জানেন। রাস্তায় পরে থাকা বহু রোগীদের হাসপাতালে নিয়ে গিয়ে সেবা করে জীবন দান করেছেন ডাঃ তাপস কুমার দাস। কিন্তু এবার তিনি চিকিৎসক সত্ত্বার বাইরে বেড়িয়ে চিন্তা করেছেন অসহায় স্কুল ছাত্রীদের কথা। দীর্ঘদিন ধরেই তিনি যুক্ত হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে। এরপরেই উদ্যোগ নিতে দেরী করেন ডাঃ দাস। প্রকাশের সঙ্গেই হাত মিলিয়ে ১০৭ জন স্কুল ছাত্রীর জন্য ব্যবস্থা করেছেন শীতের সোয়েটারের। তার সঙ্গে ছিল চকলেট। এদিন সেই সবই তুলে দেওয়া হলো পড়ুয়াদের হাতে।