Ravindra Jadeja, BGT 2023: নাগপুরের পিচ র‍্যাঙ্ক টার্নার নয়, মাঠের বাইরেও অজিদের পুঁতে দিলেন জাদেজা

 বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy 2023) শুরু হওয়ার আগে থেকেই বিতর্কের কেন্দ্রে নাগপুরের বাইশ গজ। প্যাট কামিন্সের (Pat Cummins) অস্ট্রেলিয়া (Australia) কিন্তু বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামের (Vidarbha Cricket Stadium) বাইশ গজ নিয়ে নেতিবাচক মন্তব্য করেনি। তবে অজি মিডিয়া এই পিচকে ‘র‍্যাঙ্ক টার্নার’ আখ্যা দিয়েছে। বাইশ গজের যুদ্ধে পারফর্ম করে ইতিমধ্যেই জবাব দিয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। এবার পিচ বিতর্ক নিয়েও অজিদের পুঁতে দিলেন ‘স্যর জাদেজা’। লেখা ভালো পিচ নিয়ে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা অলরাউন্ডার। 

প্রথম দিনের খেলার শেষে সাংবাদিক বৈঠকে এসেছিলেন জাড্ডু। তিনি বলেছেন, “এটা মোটেই র‌্যাঙ্ক টার্নার নয়। বাকি পিচগুলোর সঙ্গে তুলনা করলে বলতে পারি, এই পিচ একটু ধীর গতির এবং কম বাউন্স পাওয়া যায়। আমার মতে, এখানে ডিফেন্স করা খুব একটা কঠিন কাজ নয়। তবে যত দিন যাবে, তত পিচ কঠিন হবে। মাথায় রাখতে হবে, এটাই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য।” এরপর তিনি আরও বলেছেন, “সব বল ঘুরছিল না। তাই পিচ অন্য ভাবে ব্যবহার করেছি। চাইছিলাম বিপক্ষের ব্যাটারদের মনে সন্দেহ তৈরি করতে, যাতে ওরা ভুল করতে বাধ্য করে। যদি কোনও ভাবে ওরা এগিয়ে এসে মারতে চায়, তা হলে সুযোগ থাকবে। সেটাই হয়েছে স্মিথ ও লাবুশেনের ক্ষেত্রে। বল মাটিতে পড়ার পর ঘুরেছে। এবং ওরা আউট হয়েছে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.