কুম্ভমেলা। গঙ্গা, যমুনা, সরস্বতীর সংযোগস্থল। প্রয়াগরাজে পুণ্যস্নান। হিন্দু পুরাণ অনুযায়ী, যুক্তবেণী ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের মাহাত্ম্যও অনেক। তবে প্রয়াগরাজ নয়, ৭০৪ বছর বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গের নদিয়ায় হবে এই কুম্ভমেলা।
কল্যাণীর মাঝের চর ভাগীরথীর তীরে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাট। সেখানেই ৭০৪ বছর পর ফের এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে। আগে এখানেই মেলা বসত। পরবর্তীকালে বন্ধ হয়ে যায়। চলতি বছরে বঙ্গ কুম্ভ পরিষদের হাত ধরে ফের একবার শুরু হতে চলেছে এই ঐতিহ্যবাহী মেলাটি।
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটি অনুষ্ঠিত হবে। মেলাটির একদিকে রয়েছে মাঝের চর গঙ্গার ঘাট এবং অন্যদিকে রয়েছে ত্রিবেণী গঙ্গার ঘাট। যার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলাতে ভিড় জমাবেন দর্শনার্থীরা।
এই মেলায় সারাদেশ থেকে প্রায় ২ হাজার নাগাসাধু অংশগ্রহণ করবেন। পাশাপাশি, তিনদিন যাবৎ চলবে বিশ্বশান্তি যজ্ঞ। এছাড়াও, থাকছে হেলিকপ্টারের মাধ্যমে পুষ্পবর্ষণের ব্যবস্থাও। ইতিমধ্যেই মেলা ঘিয়ে শুরু হয়ে গেছে সাজো সাজো রব। এখন কাঙ্খিত দিনের প্রতীক্ষা।