‘যত কাদা ছুড়বে, তত পদ্ম ফুটবে”, রাজ্যসভায় বিরোধীদের স্লোগানবাজির মাঝে বললেন প্রধানমন্ত্রী

আদানি প্রসঙ্গকে সামনে এনে মোদিকে বারবার কাঠগড়ায় তুলেছে রাহুল গান্ধী (Rahul Gandhi) সহ সমস্ত বিরোধীরাই। এরই মধ্যে বুধবার সংসদে ১ ঘণ্টারও বেশি সময় ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এরপর আজ বৃহস্পতিবারও রাজ্যসভায় বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় নমোকে (PM Modi)।

এদিন রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণের শুরুতেই বিরোধীদের তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে৷ এই অবস্থায় ভাষণ দিতে উঠে মোদি অভিযোগ করে বলেন, ‘সমস্যা সমাধানের চেষ্টাই নেই বিরোধীদের। তাদের হাতে কাদা আছে, তারা সেটাই ছুঁড়ছে। যতই কাদা ছেটানো হবে ততই পদ্ম ফুটবে।’এদিন বেশ শায়েরি শোনানোর ঢঙে তিনি বলেন, ‘কিচাড় উসকে পাস থা, মেরে পাস গুলাল। জো ভি জিসকে পাস থা, উসনে দিয়া উছাল।’ এরই সঙ্গে তিনি আরও বলেন, ‘সংসদে কয়েকজনের ব্যবহার আমাকে অত্যন্ত নিরাশ করে।’ এরপরই সরাসরি আক্রমণ করেন কংগ্রেসকে। রাহুল গান্ধীর দলকে কাঠগড়ায় তুলে মোদির দাবি, ‘দেশের উন্নয়নে কোনও ভূমিকাই নেই কংগ্রেসের।’বিগত কয়েক দিন ধরে আদানি প্রসঙ্গে উত্তাল হয়ে উঠেছে লোকসভা ও রাজ্যসভা। এই বিরোধিতা মোদি যে বেশ ক্ষুব্ধ তা পরিষ্কার। সেটা বারবার বোঝা যাচ্ছিল তাঁর শরীরী ভাষাতেও। তিনি বক্তব্য রাখতে উঠলেই ‘মোদি-আদানি ভাই ভাই’ স্লোগান ওঠে রাজ্যসভায় (Rajya Sabha)। বিরোধীরা চেঁচিয়ে বলতে থাকেন, ‘পিএম মোদি কুছ তো বোলো।’এই প্রবল বিরোধিতার মধ্যেই বলতে গিয়েই আক্রমণাত্মক হয়ে ওঠেন মোদি। আর এই আক্রমণের কেন্দ্রে ছিল কংগ্রেস। নমো এদিন বলেন, ‘আমি ২০১৪ সালে যখন প্রধানমন্ত্রী হই, তখনই দেখেছিলাম কংগ্রেস সর্বত্র সব ইস্যুতেই সমস্যা তৈরি করে।’ কংগ্রেস নয়, বরং বিজেপি সরকারই গরিব মানুষদের জন্য অনেক কাজ করেছে বলে এদিন দাবি করেন মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.