উত্তর প্রদেশে ক্ষমতায় এসেই সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারের কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই পথে হেঁটেই এবার বদলে যেতে পারে লখনউয়ের নাম। নতুন নাম হতে চলেছে ‘লক্ষণ নগরী’। বুধবার এই ইঙ্গিত দিয়েছেন উপমুখ্যমন্ত্রী খোদ।
রাজ্যের ভাদোহিতে এক বৈঠকে এই বিষয়ে মুখ খোলেন ব্রজেশ পাঠক। বিজেপি সাংসদ সঙ্গললাল গুপ্তা তাঁর কাছে লখনউয়ের নামবদলের আর্জি জানালে তিনি বলেন, লখনউকে সবাই লক্ষ্মণের নামে চেনে। তাই এই শহরের নামবদলের সময় এই বিষয়ে খেয়াল রাখা হবে। আগামীদিনে লখনউয়ের নাম হতে পারে লক্ষ্মণ নগরী।
তাঁর এহেন মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার লখনউয়ের নাম বদল করতে প্রশাসনিক স্তরে পদক্ষেপ করা হবে?
এর আগে বহু রাস্তা, ইমারত, জায়গা এমনকী রেল স্টেশনের নামও বদলেছে মোদী সরকার। সে মোঘলসরাই স্টেশনের নাম দীনদয়াল উপাধ্যায় করাই হোক, বা এলাহাবাদের নাম প্রয়াগরাজ। সম্প্রতি রাষ্ট্রপতি ভবনের মোঘল গার্ডেনের নাম বদলে করা হয়েছে অমৃত উদ্যান। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে হোশাঙ্গাবাদ স্টেশনের নাম বদলে করে দেওয়া হয়েছে নর্মদাপুরম। বলা হয়েছে এটাই এই শহরের প্রাচীন নাম।