BGT 2023 | IND vs AUS, 1st Test, Day1: জাদেজার ঘূর্ণিতে ১৭৭ রানে শেষ অজিরা! ফিফটি হাঁকিয়ে ক্রিজে রোহিত

 বহু প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) মহাযুদ্ধ শুরু হয়েছে নাগপুরে। বৃহস্পতিবার বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Vidarbha Cricket Association Stadium) বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy, BGT) প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষ। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও রবিচন্দ্রন অশ্বিনদের (Ravichandran Ashwin) স্পিনের দাপটে প্যাট কামিন্সের (Pat Cummins) টিম মাত্র ১৭৭ রানে গুটিয়ে যায়। জবাবে ভারত ১ উইকেট হারিয়ে ৭৭ রান তুলেছে দিনের শেষে। ১০০ রানে পিছিয়ে আছেন রোহিতরা। 

এদিন টস জিতে কামিন্সরা প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ব্যাট করতে নেমেই অস্ট্রেলিয়াকে তাদের চেনা স্পিন আতঙ্ক গ্রাস করে নিল। মাত্র ১৭৭ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ভারতে এসে থেকেই পিচ নিয়ে নেতিবাচক মন্তব্য করে আসছে অস্ট্রেলিয়া। কামিন্সদের অভিযোগ ছিল যে, ভারত নিজেদের সুবিধা মতোই নাগপুরে উইকেট তৈরি করেছে। তবে অজিরা চেনা প্রবাদবাক্যই প্রমাণ করে দিলেন যে, নাচতে না জানলে উঠোন বাঁকা। পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে রবীন্দ্র জাদেজা  বুঝিয়ে দিলেন যে, তিনি যে কোনও ফরম্যাটেই আজও ভারতের ‘রকস্টার’। একাই তুলে নিলেন পাঁচ উইকেট। তাঁর স্পিনের ঘূর্ণিতেই আটকে গেল টিম অস্ট্রেলিয়া। ়

ব্যাট করতে নেমেই প্রথম সেশনে জোড়া ধাক্কা খেয়েছে ক্যাঙারু বাহিনী। ৫ ওভারে ২০ রান তুলতে গিয়েই ২ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (১) ও উসমান খোয়াজা (১) ফিরে যান মহম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে যান খোয়াজা। মহম্মদ শামি ছিটকে দিয়েছেন ওয়ার্নারের উইকেট। দ্বিতীয় সেশনে মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথ কিছুটা লড়াই জারি রাখেন। ১২৩ বলে ৪৯ রান করে লাবুশানে আউট হয়ে যান। জাদেজার বলে কেএস ভারতের হাতে স্টাম্প হয়ে যান তিনি। এরপর স্মিথকে (৩৭) বোল্ড করে দেন জাদেজা। পাঁচে নামা রেনেশও (০) হন জাদেজার শিকার। ব্যাক-টু-ব্যাক অজিদের তিন উইকেট তুলে শিরদাঁড়া ভেঙে দেন জাদেজা। 

এরপর পিটার হ্যান্ডসকম্ব ও অ্যালেক্স ক্যারে মরা গাংয়ে জোয়ার আনার চেষ্টা করেছিলেন। অ্যালেক্স ৩৩ বলে ৩৬ করে আর অশ্বিনের বলে বোল্ড হয়ে যান। এরপর ক্যাপ্টেন কামিন্স (৬) এলেন আর গেলেন। এরপর নয়ে আসা টড মারফিকে এলবিডব্লিউ করে জাদেজা নিয়ে ফেলেন পাঁচ উইকেট। ন্যাথান লিয়ঁ অপরাজিত থাকেন, কিন্তু তাঁর সঙ্গী সক্ট বোল্যান্ডকে বোল্ড করে অশ্বিন তুলে নেন তিন নম্বর উইকেটটি। এদিন অশ্বিন অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৪৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন।

জবাবে ওপেন করতে নামেন ক্য়াপ্টেন রোহিত  ও ভাইস ক্যাপ্টেন কেএল রাহুল। রোহিত চেনা মেজাজেই এদিন ব্যাট করলেন। ৬৯ বলে তিনি ৫৬ রান করে অপরাজিত রয়েছেন। ৯টি চার ও ১টি ছয় হাঁকিয়েছেন হিটম্যান। তবে ভাগ্য় ফিরল না সদ্য জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করা রাহুলের। ৭১টি ডেলিভারি খেললেন তিনি। তবে ব্যাট হাতে করলেন মাত্র ২০ রান। অস্ট্রেলিয়ার হয়ে অভিষেককারী স্পিনার টড মারফির বলে, তাঁর হাতেই ক্যাচ তুলে দেন। রাহুলের অফ ফর্ম অব্যাহতই থাকল। আগামিকাল টেস্টের দ্বিতীয় দিন। বলাই যায় যে ভারত দারুণ জায়গায় থেকেই শুরু করবে। এবার রোহিতদের দায়িত্ব বড় রান করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.